ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুর সদর হাসপাতালের স্টোররুমে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
মাদারীপুর সদর হাসপাতালের স্টোররুমে আগুন

মাদারীপুর: মাদারীপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের পাশের স্টোররুমে আগুন লেগেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার (৪ মার্চ) সকাল ১১টার দিকে হঠাৎ করেই শিশু ওয়ার্ডের স্টোররুম থেকে ধোঁয়া বের হতে থাকে। এতে রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সময় দ্রুত আগুন নিভিয়ে ফেলে কর্তৃপক্ষ।

মাদারীপুর ফায়ার সার্ভিস এর ফায়ার ম্যান সুজিত চিত্ত জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে স্টোররুমের আলমারির ওপরে রাখা কম্বলের প্লাস্টিক গলে ধোঁয়া সৃষ্টি হয়। তবে তাৎক্ষণিকভাবে তা নিভিয়ে ফেলা হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।