সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার (৪ মার্চ) সকাল ১১টার দিকে হঠাৎ করেই শিশু ওয়ার্ডের স্টোররুম থেকে ধোঁয়া বের হতে থাকে। এতে রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মাদারীপুর ফায়ার সার্ভিস এর ফায়ার ম্যান সুজিত চিত্ত জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে স্টোররুমের আলমারির ওপরে রাখা কম্বলের প্লাস্টিক গলে ধোঁয়া সৃষ্টি হয়। তবে তাৎক্ষণিকভাবে তা নিভিয়ে ফেলা হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এসআই