ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিঙ্গাপুর ফেরত তিন জঙ্গি ঢাকায় গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
সিঙ্গাপুর ফেরত তিন জঙ্গি ঢাকায় গ্রেফতার

ঢাকা: জঙ্গিবাদে জড়িত থাকার দায়ে সিঙ্গাপুরে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোগের পর দেশে ফেরা তিন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। তারা দেশেও নিষিদ্ধঘোষিত সংগঠনগুলোকে শক্তিশালী করার তৎপরতা চালাচ্ছিল।

শনিবার (৩ মার্চ) দিনগত রাতে রাজধানীর মতিঝিলের পীরজঙ্গি মাজার এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

এ তিনজন হলেন- মো. জাবেদ কায়ছার (৩১), মো. মিয়া রুবেল (২৮) ও মো. মামুন (২৭)।

এ সময় তাদের কাছ থেকে মোবাইল, পাসপোর্ট ও সিঙ্গাপুরিয়ান ডলার জব্দ করা হয়।

এ বিষয়ে ডিএমপির সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী বাংলানিউজকে জানান, তিনজনের প্রত্যেকেই সিঙ্গাপুরে অবস্থানকালে জঙ্গিবাদী কার্যক্রমের জন্য সেদেশের পুলিশের হাতে গ্রেফতার হয় এবং বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করে। এরপর তারা দেশে ফিরে আসে।

গ্রেফতার তিনজনই নব্য জেএমবি’র আদর্শে বিশ্বাসী ছিল। সিঙ্গাপুরে অবস্থানকালে বাংলাদেশের নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের সঙ্গে তারা ফেসবুক ও অন্যান্য মাধ্যমে যোগাযোগ রক্ষা করতো বলে জানান সুমন কান্তি।

তিনি আরও বলেন, দেশে ফেরার পরও তারা সরকারবিরোধী নিষিদ্ধঘোষিত সংগঠনগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে আর্থিক সহায়তা করে আসছিল এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশে নাশকতা করার পরিকল্পনা করছিল।

তিনজনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা হয়েছে বলেও জানান এসি সুমন কান্তি চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
পিএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।