ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে সারাদেশে মানববন্ধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে সারাদেশে মানববন্ধন জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে সারাদেশে মানববন্ধন/ছবি: বাংলানিউজ

ঢাকা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

রোববার (০৪ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত দেশের জেলা ও উপজেলা সদরে হামলাকারীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়: ন্যক্কারজনক এ হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ।

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পশ্চিম পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

ইবি: ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের আয়োজনে বেলা সাড়ে ১১টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শিক্ষক সমিতির উদ্যোগে বেলা ১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হাদী চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রাবি: হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মানববন্ধন, বিক্ষোভ-মিছিল, সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

যশোর: নৃশংস এ হামলার প্রতিবাদে মানববন্ধনে করছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বগুড়া: বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রগতিশীল নাগরিক সমাজ।

সুনামগঞ্জ: হামলাকারী ফয়জুর রহমানের গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কলিয়ারকাপন এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করছে এলাকাবাসী।

গাইবান্ধা: হামলাকারীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছে প্রগতিশীল সংগঠনগুলো।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।