রোববার (৪ মার্চ) সকালে আন্দোলনকারীরা কাজে যোগ না দিয়ে নগর ভবনের দ্বিতীয় তলায় মেয়রের কক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। গত ১৮ ফেব্রুয়ারি থেকে এ আন্দোলন শুরু করে বিসিসি কর্মকর্তা-কর্মচারীরা।
আন্দোলনকারীদের দাবি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ডের অর্থ বরাদ্দ ও বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত তারা কাজে যোগ দিবেন না বলে জানিয়েছেন।
আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা জানান, বিসিসিতে স্থায়ী-অস্থায়ী মিলিয়ে দুই হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। স্থায়ীরা সব শেষ জানুয়ারি মাসে গত বছরের আগস্ট মাসের বেতন পেয়েছেন। সে হিসেবে এখন স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের ৬ মাসের বেতন বকেয়া রয়েছে।
অপরদিকে, দৈনন্দিন মজুরি ভিত্তিক কর্মচারীদের ৫ মাসের বেতন বকেয়া হয়েছে। পাশাপাশি প্রভিডেন্ট ফান্ডের ২৩ মাসের অর্থ বরাদ্দ হয়ে ব্যাংকে যায়নি। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় তাদের এ আন্দোলন। প্রয়োজনে ধর্মঘটসহ আরও কঠোর কর্মসূচিও দেওয়া হতে পারে বলে জানান আন্দোলনকারী নেতারা।
২৪ ফেব্রুয়ারি আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক হলে তাতে কোনো সুরাহা হয়নি। পরবর্তীতে ২৬ ফেব্রুয়ারি মেয়র আহসান হাবিব কামাল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তার অবস্থান তুলে ধরেন। পরের দিন ২৭ ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন বিসিসির কর্মকর্তা-কর্মচারীরা। যেখানে শুধুমাত্র চরম অব্যবস্থাপনা, অযোগ্যতা, অদক্ষ্যতা ও দুর্নীতির কারনেই সিটি করপোরেশনের এ বেহাল অবস্থা বলে উল্লেখ করেন নেতারা।
সোমবার (৫ মার্চ) নতুন কর্মসূচি ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের নগর ভবন শাখার সম্পাদক দীপক লাল মৃধা।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এমএস/এসআরএস