ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চরফ্যাশনে মাদকসহ স্বামী-স্ত্রী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
চরফ্যাশনে মাদকসহ স্বামী-স্ত্রী আটক চরফ্যাশনে মাদকসহ স্বামী-স্ত্রী আটক

ভোলা: ভোলার চরফ্যাশনে এক কেজি গাঁজা ও ১৯ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। 

রোববার (৩ মার্চ) দুপুরে উপজেলার মুজিবগনর ইউনিয়নের চর মোতাহার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চর মোতাহার গ্রামের মো. শ‌ফিজ মা‌ঝি (৪১) ও তার স্ত্রী জাহানারা (৩৬)।

দক্ষিণ আইচা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাইমিনুল বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে চর মোতাহার গ্রামে অভিযান চালিয়ে  এক কে‌জি গাঁজা ও ১৯ পিস ইয়াবাসহ দুইজন‌কে আটক করা হয়।  

তাদের বিরু‌দ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আই‌নে মামলার প্রস্তু‌তি চল‌ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।