ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ শাহবাগে বিক্ষোভ মিছিল

ঢাকা: লেখক, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

রোববার (০৪ মার্চ) বিকেলে বিক্ষোভ মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে টিএসসি হয়ে পরীবাগ মোড় ঘুরে ফের শাহবাগে এসে সমাবেশে মিলিত হয়েছে। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ‘হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি’ এবং ‘হামলার মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের কর’ লেখা সংবলিত ব্যানার শোভা পায়।

এর আগে শনিবার (০৩ মার্চ) জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে রোববার বিকেলে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে গণজাগরণ মঞ্চ।

সে সময় ইমরান এইচ সরকার বলেন, রোববার বিকেল ৪টায় শাহবাগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশ থেকে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এসআইজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।