রোববার (৪ মার্চ) বিকেলে শাহবাগ গণজাগরণ মঞ্চ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা জানি জাফর ইকবাল কেন প্রিয়, তরুণ প্রজন্মের ভালোবাসার পাত্র।
নাট্যকার মামুনুর রশীদ বলেন, বিচারহীনতার কারণে অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা হয়েছে। যশোরে উদীচীর সমাবেশে হামলার বিচার হয়নি। অভিজিৎ হত্যার এখনো বিচার হয়নি। এসব ঘটনার বিচার না হওয়ার কারণে একের পর এক হামলা হচ্ছে।
ছাত্র ইউনিয়নের সভাপতি জিলানী শুভ বলেন, নিরাপত্তার মধ্যে অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী দায় এড়াতে পারেন না।
এ ঘটনায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
**জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এসকেবি/এএ