ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
নাটোরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু ফিতা কেটে মেলার উদ্বোধন

নাটোর: ‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোরে চার দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ২য় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে।

রোববার (০৪ মার্চ) বিকেল ৪টায় স্থানীয় কালেক্টরেট স্কুল মাঠে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিনা খাতুন।

জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. চিত্র লেখা নাজনীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ, রাজনৈতিক নেতারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

মেলায় ৪৪টি স্টল স্থান পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।