রোববার (৪ মার্চ) বিকেল সোয়া ৩টার দিকে মৌলভীবাজার মডেল থানার সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের বাসিন্দা সৈয়দ কামরুল ইসলামের ছেলে সৈয়দ মাসুদ আরেফীন (২২) ও একই এলাকার বাসিন্দা শেখ নুরুল ইসলাম এর ছেলে শেখ নুরুজ্জামান (২০) নামের দুই যুবক শ্রীমঙ্গল থেকে মোটরসাইকেলে মৌলভীবাজারে যাচ্ছিলেন।
এসআই মহসীন ভূঁইয়া বাংলানিউজকে বলেন, এই দুই যুবক শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার শহরে প্রবেশ পর্যন্ত মোট চারটি চেকপোস্টে দ্বায়িত্বরত পুলিশের সিগন্যাল অমান্য করেছিল। এমন অভিযোগে আমি তাদের থানার সামনে আটকানোর চেষ্টা করি। কিন্তু তারা সিগন্যাল না মেনে পাশ কাটিয়ে যাওয়ার সময় রাস্তায় পড়ে যায়। তখন রাগের মাথায় তাদের ২/১টি বাড়ি মেরেছি।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহম্মদ বাংলানিউজকে বলেন, বিষয়টি আমার জানা নেই। সত্যতা যাচাই করে দেখব।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
এনটি