ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শূন্য পদ পূরণের তাগাদা সচিব সভায়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
শূন্য পদ পূরণের তাগাদা সচিব সভায়

ঢাকা: সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দফতরে শূন্য পদে দ্রুত নিয়োগের তাগাদা এসেছে সরকারের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে। পাশাপাশি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত এবং কর্মদক্ষতা বাড়াতে আলোচনা করেছেন সরকারের সচিবেরা।

রোববার (০৪ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে সভায় চলমান উন্নয়ন কাজ তরান্বিত করারও নির্দেশনা এসেছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান ছাড়াও অন্যান্য সচিবরা অংশ নেন।

আর আলোচনায় অন্তত ২০-২২ জন সচিব অংশ নেন।

সভা সংশ্লিষ্ট সূত্র জানায়, সর্বশেষ গত বছরের ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগে সচিবসভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৬টি নির্দেশনা ছিল। এসব বিষয়ে সর্বশেষ অগ্রগতি জানতে চেয়ে গত ৮ ফেব্রুয়ারি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের তাগাদা দিয়ে চিঠি দেওয়া হয়। সভায় এসব নির্দেশনার অগ্রগতি প্রতিবেদন নিয়ে আলোচনা করেন সচিবরা।

সভায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক প্রকল্প ও উদ্যোগগুলো নির্বাচনের আগে দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

সরকারি দফতরে শূন্য পদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা নিয়েও আলোচনা হয়েছে সভায়। সরকারি চাকরিতে পৌনে চার লাখ শূন্য পদ পূরণে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশনা পেয়েছেন কর্মকর্তারা।

এছাড়াও উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো তরান্বিত করতে নির্দেশনা এসেছে। চলমান সরকারি প্রকল্পগুলো দ্রুত শেষ করতেও নির্দেশনা দেন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।