ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

দায়িত্ব অবহেলা, ২ পুলিশ সদস্যকে প্রত্যাহার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
দায়িত্ব অবহেলা, ২ পুলিশ সদস্যকে প্রত্যাহার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

রোববার (৪ মার্চ) রাতে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহম্মদ আব্দুল ওয়াহাব। তবে দুই পুলিশ সদস্যের নাম দিতে অপারগতা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, হামলার ঘটনার সময় যদিও মোবাইল ফোনে ব্যস্ত থাকার কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে। কিন্তু ওই ঘটনাটি ছিল তাদের মুহূর্তের ভুল। হয়তো কারো মোবাইলে ম্যাসেজ বা ফোন কল আসছিল। যে কারণে মোবাইল পকেট থেকে বের করে হাতে নেন। অবশ্য ওটা যে ক্ষণিকে ছিল তা ভিডিও দেখলে অনুমান করা যায়। বরং তারা হামলার ঘটনা প্রতিহত করতে ও হামলাকারীকে বাঁচাতে আহত হয়েছে। এজন্য তারা পুরস্কার পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেন তিনি।  

শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে তড়িৎ প্রকৌশল বিভাগের উৎসব চলাকালে হামলার শিকার হন অধ্যাপক জাফর ইকবাল। তার মাথায় এবং হাতে ছুরিকাঘাত করে ওই যুবক। হামলার পরপরই হামলাকারী যুবককে আটক করা হয়। তাকে গণপিটুনি দেন শিক্ষার্থীরা। গণপিটুনিতে গুরুতর আহত হন ওই হামলাকারী।

বাংলাদেশ সময়: ২৩৩৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।