রোববার (৪ মার্চ) রাতে নগরীর পনিটুলা এক আত্মীয়ের বাসা থেকে ফয়জুলের বাবা হাফিজ আতিকুল ইসলাম ও মা মিনারা বেগমকে আটক করে পুলিশ। হামলাকারী ফয়জুল হাসান ছাড়াও এ নিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে।
আটক অন্যরা হলেন- হামলাকারীর চাচা আব্দুল কাহার লুলই, মামা ফজলুর রহমান, ফয়জুলের সাবেক কর্মস্থল নগরীর জল্লারপাড়ের রাজা ম্যানশনের কম্পিউটার দোকান মালিক মঈন উদ্দিন।
সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড সদস্য গিয়াস উদ্দিন পুলিশের বরাত দিয়ে বাংলানিউজকে বলেন, হামলাকারী ফয়জুলের বাবা-মাকে নগরীর মদিনা মার্কেট পনিটুলা এলাকা থেকে রাত সাড়ে ১০টায় অভিযান চালিয়ে আটক করে পুলিশ। তাদের ধরতে প্রথমে দিরাই উপজেলার জগদল উশনপুরে হামলাকারীর বোনের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানকার তথ্য মতে তাদের পনিটুলা থেকে আটক করা হয়।
সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুস শহিদ বাংলানিউজকে বলেন, হামলাকারী ফয়জুলের বাবা-মা আটক হয়েছেন জানতে পেরেছেন। দিরাই উপজেলার জগদল ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তারা আত্মসমর্পণের উদ্দেশে সিলেটে আসেন। তার আগেই পুলিশের একটি টিম তাদের আটক করে।
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বাংলানিউজকে আটকের সত্যতা স্বীকার করেছেন। তবে আটকদের রাত পৌনে ১টা পর্যন্ত থানায় আনা হয়নি।
মামলার তদন্তের দায়িত্ব তার ওপর ন্যস্ত রয়েছে উল্লেখ করে ওসি বলেন, মামলায় শুধু হামলাকারী ফয়জুল রহমানকে গ্রেফতার দেখিয়েছি। বাকীদের মধ্যে মঈনকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব ধরে নিয়ে গেছে শুনেছেন এবং ফয়জুলের চাচা ও মামাকে আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে রোববার (৪ মার্চ) দুপুরে ফয়জুলের নিকটাত্মীয় রীপা বেগম ফয়জুলের বাবা-মা আত্মসমর্পণর তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরে তারা সুনামগঞ্জের দিরাই উপজেলার উসনপুর থেকে আত্মসমর্পণের জন্য রওয়ানা হন।
তিনি বলেন, পুলিশ তাকে আশ্বাস দিয়েছে হামলাকারীর বাবা-মাকে আটক করা হলে তার স্বামী (ফয়জুলের মামা) ফজলুর রহমানকে ছেড়ে দেওয়া হবে। তার স্বামী ফজলুর রহমান নির্দোষ বলে দাবি করেন তিনি।
শনিবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার শিকার হন অধ্যাপক জাফর ইকবাল। তার মাথায় এবং হাতে ছুরিকাঘাত করে হামলাকারী ফয়জুল। হামলার পরপরই তাকে আটক করে গণপিটুনি দেন শিক্ষার্থীরা। গণপিটুনিতে গুরুতর আহত হন ওই হামলাকারী।
এ ঘটনার পর রাতেই ফয়জুলের মামা ফজলুর রহমানকে শেখপাড়া এলাকার বাড়ি থেকে আটক করে পুলিশ। রোববার ভোরে র্যাবের অভিযানে সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়ারকাপন নিজ বাড়ি থেকে আটক হন হামলাকারীর চাচা আব্দুল কাহার লুলই। এছাড়া নগরীর রাজা ম্যানশনে ফয়জুলের সাবেক কর্মস্থল কম্পিউটার দোকান মালিক মঈন উদ্দিনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
** আত্মসমর্পণ করতে যাচ্ছেন ফয়জুরের বাবা-মা
বাংলাদেশ সময়: ০১২৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এনইউ/আরবি/