রোববার (৪ মার্চ) দিনগত রাত ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বিসিক এলাকায় ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। গাজীপুরে কাদের স্পিনিং কারখানার আগুন নিয়ন্ত্রণে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বাংলানিউজকে জানান, ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় সহকারী পরিচালক দেবাশীষ বর্মণকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটির অন্য সদস্য তিনি নিজেই এবং ফায়ার সার্ভিসের একজন সিনিয়র স্টেশন কর্মকর্তা।
তিনি আরো জানান, প্রায় ছয় ঘণ্টা চেষ্টার পর সোমবার (০৫ মার্চ) সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কর্মীরা ওই কারখানার আগুন নেভায়। তবে আগুন পুরোপুরিভাবে নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, কোনাবাড়ী বিসিক এলাকায় কাদের কমপেক্ট স্পিনিং লিমিটেড কারখানায় টিনশেডের দ্বি-তলা ভবনে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে আগুন কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি টঙ্গী একটি, কালিয়াকৈর দু’টি, ডিবিএল একটি, ইপিজেড দু’টি ও উত্তরা একটি ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট কর্মীরা পুরোপুরিভাবে আগুন নেভাতে চেষ্টা করছে। আগুনে কারখানায় তৈরি সুতা, মেশিন, তুলা ও আসবাবপত্র পুড়ে গেছে।
বাংলাদেশ সময়: ০৯১১ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
আরএস/এএটি