সোমবার (০৫ মার্চ) ভোর রাতে কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।
কাওয়ালীপাড়া ফাঁড়ির সহকারী উপ-পরির্দশক (এএসআই) নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা কালামপুরগামী বালু ভর্তি একটি ট্রাক কাওয়ালীপাড়া পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় ট্রাকটি উল্টে খাদে পড়ে গেলে বালুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই হেলপারের মৃত্যু হয়। সকালে এলাকাবাসীর সহযোগিতায় বালুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
আরএ