ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে বালুবাহী ট্রাক খাদে পড়ে হেলপার নিহত

ধামরাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
ধামরাইয়ে বালুবাহী ট্রাক খাদে পড়ে হেলপার নিহত

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ের কাওয়ালীপাড়া এলাকায় বালু ভর্তি একটি ট্রাক খাদে পড়ে হেলপার (৩৩) নিহত হয়েছেন।

সোমবার (০৫ মার্চ) ভোর রাতে কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

কাওয়ালীপাড়া ফাঁড়ির সহকারী উপ-পরির্দশক (এএসআই) নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা কালামপুরগামী বালু ভর্তি একটি ট্রাক কাওয়ালীপাড়া পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় ট্রাকটি উল্টে খাদে পড়ে গেলে বালুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই হেলপারের মৃত্যু হয়। সকালে এলাকাবাসীর সহযোগিতায় বালুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।