সোমবার (৫ মার্চ) সকালে ধানমন্ডিস্থ স্মৃতি জাদুঘরে তাকে স্বাগত জানান বঙ্গবন্ধুর দৌহিত্র ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।
জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভিয়েতনামের প্রেসিডেন্ট।
এরপর জাদুঘর ঘুরে দেখেন তিনি।
এর আগে, সকাল ৮টার দিকে ভিয়েতনামের প্রেসিডেন্ট সাভারে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং রোববার (৪ মার্চ) তিনদিনের সফরে বাংলাদেশে এসেছেন।
স্মৃতি জাদুঘর থেকে বেরিয়ে সকাল ১০টায় তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বি-পক্ষীয় বিভিন্ন বিষয়ে বৈঠক করবেন। বৈঠকে কয়েকটি চুক্তি স্বাক্ষর হবে।
এরপর বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় সংসদ কমপ্লেক্স পরিদর্শন করবেন ভিয়েতনামের প্রেসিডেন্ট। সেখানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন।
এর আগে বেলা আড়াইটায় হোটের সোনারগাঁওয়ে সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সন্ধ্যা সাড়ে ৭টায় ভিয়েতনামের প্রেসিডেন্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে তার সম্মানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
মঙ্গলবার (৬ মার্চ) ত্রান দাই কুয়াং সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ-ভিয়েতনাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি ভিয়েতনাম-বাংলাদেশ বিজনেস ফোরামের বৈঠকে যোগ দেবেন এবং পরে তিনি ‘ভিয়েতনাম কালচালাল ডেজ ইন বাংলাদেশ’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
ভিয়েতনামের প্রেসিডেন্ট মঙ্গলবার ঢাকা ছেড়ে যাবেন। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন।
বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
কেজেড/আরআর