রীনা উজিরপুর উপজেলা সদরের দক্ষিণ মাদ্রাসা এলাকার শিপন হাওলাদারের স্ত্রী।
জানা গেছে, দেড়বছর আগে শিপনের সঙ্গে গৌরনদী উপজেলার বাটাজোর বাসুদেবপাড়ার আক্কেল আলী সর্দারের মেয়ে রীনার বিয়ে হয়।
রোববার (৩ মার্চ) দিনগত রাতে মৃত অবস্থায় রীনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন শিপন।
ওইসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তানভীর রীনার মৃত্যু নিশ্চিত করেন এবং মৃত্যু নিয়ে তার সন্দেহ হলে পুলিশকে জানান।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওয়াজ মাহফিল থেকে রোববার মধ্যরাতে শিপন বাড়িতে যান। শিপনের মোবাইলফোনে একটি কল আসাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। সেসময় শ্বাসরোধ করে রীনাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বাংলনিউজকে বলেন, চিকিৎসকের সন্দেহ হওয়ার পরপরই আমরা মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি।
সোমবার (৫ মার্চ) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল (শেবাচিম) কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত করার জন্য পাঠানো হচ্ছে।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী শিপন হাওলাদার, শ্বশুর ইসমাইল হাওলাদার ও শাশুড়ি সুফিয়া বেগমকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এমএস/আরআর