সোমবার (৫ মার্চ) সকাল ১১টার দিকে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটির নেতারা।
সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়া উদ্দিন তারেক আলী বলেন, জাফর ইকবালের ওপর হামলার ঘটনাই প্রমাণ করে এদেশের প্রগতিশীল মানুষরা আজ নিরাপদে নেই।
তিনি আরো বলেন, জাফর ইকবাল বিজ্ঞান মনস্ক আধুনিক সমাজের স্বপ্নদ্রষ্টা। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। তিনি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চার কথা বলেন। তিনি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রক্ষার কথা বলেন। যারা এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা আজও সশস্ত্র, সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তাই সবাইকে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ,কার্যনির্বাহী সদস্য ড. সরোয়ার আলী, ঢাবি শিক্ষক আজিজুল হক, সম্মিলিত সামাজিক আন্দোলনের ঢাকা মহানগর সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা বলেন, আগেও জঙ্গিদের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন মুক্তমনা শিক্ষক, লেখক, সাংবাদিকরা। বিভিন্ন সময়ে জঙ্গিরা হত্যার হুমকিও দিচ্ছেন। দেশে সরকার, প্রশাসনের দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু তারা ব্যর্থ হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এসকেবি/এএটি