সোমবার (৫ মার্চ) সকাল ১১টার দিকে ভুঞাপুর-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জীবন উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর গ্রামের সঞ্জাব আলীর ছেলে।
আহতরা হলেন- কুকাদাইর গ্রামের মৃত হবিবুর রহমান মণ্ডলের ছেলে রাহুল মণ্ডল (১৬) ও রাউৎবাড়ি গ্রামের হাসেন আলীর ছেলে রাসেল (১৬)। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান বাংলানিউজকে জানান, সকালে তিন বন্ধু মোটরসাইকেলে করে স্থলকাশি এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় ভুঞাপুরগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই জীবন নিহত হয়। এতে গুরুতর আহত হয় তার দুই বন্ধু। ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন।
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এসআই