সোমবার (৫ মার্চ) দুপুরে শহরের মালশাপাড়া রেলগেট এলাকায় এ বাস সার্ভিসের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা।
এ সময় পৌর মেয়র আব্দুর রউফ মুক্তা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী শফিকুল ইসলাম, বিআরটিসির ম্যানেজার (অপারেশন) মনিরুজ্জামান বাবু, প্রশাসনিক কর্মকর্তা মোশারফ হোসেন ও পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম ভুট্টু উপস্থিত ছিলেন।
বিআরটিসি কর্তৃপক্ষ জানায়, জেলার কাজিপুর উপজেলা থেকে একটি বাস চলাচল করলেও জেলা শহর থেকে দীর্ঘদিন ধরে বিআরটিসির কোনো বাস চলাচল করছিল না। প্রাথমিকভাবে দু’টি গাড়ি সিরাজগঞ্জ-ঢাকা-গুলিস্তান রুটে চলাচল করবে।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এসআই