সোমবার (৫ মার্চ) সকালে নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদররোডে সামাজিক প্রতিরোধ কমিটি বরিশালের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বরিশাল জেলা মহিলা পরিষদের সভানেত্রী রাবেয়া খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প রানি চক্রবর্তী, নারী নেত্রী অধ্যাপক শাহ সাজেদা, আনোয়ার জাহিদ, অ্যাডভোকেট হিরণ কুমার দাশ মিঠু, রণজিৎ দত্ত, রফিকুল ইসলাম, কাজী এনায়েত হোসেন বাচ্চু, নারী নেত্রী প্রতিমা সরকার।
মানববন্ধনে বক্তারা তাদের দাবির বিষয়ে বিভিন্ন যৌক্তিকতা তুলে ধরেন।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এমএস/এএটি