সোমবার (৫ মার্চ) দুপুরে কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক রোডে এ দুর্ঘটনা ঘটে। এবছর মনোয়ারের ভালুম আতাউর রহমান খান কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।
তিনি উপজেলার বাস্তা গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
এ দুর্ঘটনা পর পরই কলেজের ছাত্ররা সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করে। এসময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একপর্যায়ে লাঠিচার্জ করলে ৫ শিক্ষার্থী আহত হয়।
এসময় ছাত্র-ছাত্রীরা জানায়, আমাদের ভায়ের মৃত্যুর খবর শোনার পর হত্যার বিচার দাবিতে শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধ করলে পুলিশ এসে অতর্কিত লাঠিচার্জ করে। এসময় আমাদের পাঁচ ভাই আহত হয়।
এ ব্যাপারে ধামরাই থানার ওসি (তদন্ত) আবু সাইদ আল মামুন বাংলানিউজকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং মরদেহ উদ্ধার করি। তাৎক্ষণিক ঘাতক বাস ও চালককে আটক করা সম্ভব না হলেও তাদের আটকের চেষ্টা চলছে।
তবে ছাত্রদের ওপর কোনো প্রকার লাঠিচার্জ করা হয়নি বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
আরএ