তিনি বলেন, রাজশাহীতে জঙ্গি এবং মাদক কারবারীরা সক্রিয় তা যোগদানের আগেই শুনেছি। এ দু’টি সমস্যা কটিয়ে ওঠাটাই এখন বড় চ্যালেঞ্জ।
সোমবার (৫ মার্চ) দুপুরে রাজশাহী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এর আগে গত বৃহস্পতিবার (১ মার্চ) রাজশাহীতে যোগদান করেন এসপি মোহাম্মদ শহীদুল্লাহ। মতবিনিময়কালে নব নিযুক্ত এসপি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তিনি।
পুলিশ সুপার বলেন, জঙ্গি ঠেকাতে রাজশাহী জেলা পুলিশ আগে থেকেই প্রশংসনীয়। তবে মাদকের ভয়াবহতা এখনও রয়েছে। তাই দুই ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবার সঙ্গে কাজ করতে চাই।
জেলা পুলিশের কোনো কর্মকর্তা কিংবা সদস্যের বিরুদ্ধে যদি মাদক ব্যবসায়ীদের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায়, তবে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যে দিয়ে সাংবাদিকদেরও সহায়তা কামনা করেন এসপি।
শহীদুল্লাহ বলেন, সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের যোগাযোগ বৃদ্ধি করতে এক সপ্তাহের মধ্যে তার কার্যালয়ে একটি মিডিয়া সেল খোলা হবে। সেখান থেকে একজন সহকারী পুলিশ সুপার সাংবাদিকদের নিয়মিত তথ্য দিবেন। এতে তথ্য পেতে সাংবাদিকদের আর ভোগান্তি হবে না।
মতবিনিময়কালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুর রাজ্জাক খান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এসএস/জিপি