ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বেতন-ভাতা রাজস্ব খাতে স্থানান্তরের দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
বেতন-ভাতা রাজস্ব খাতে স্থানান্তরের দাবি মানববন্ধনে এনএফডিপিএল ও ডিডিএসএল এর কর্মকর্তারা/ ছবি: বাংলানিউজ

ঢাকা: প্রস্তাবিত রাজস্ব খাতে স্থানান্তর ও বকেয়া বেতন আদায়ের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি (এনএফডিপিএল) ও ডিভিশনাল ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরির (ডিডিএসএল) কর্মকর্তারা।

সোমবার (০৫ মার্চ) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা ১২ বছরেরও বেশি সময় কর্মরত থেকেও চাকরি রাজস্ব বাজেটে স্থানান্তর ও বকেয়া বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছি।

এনএফডিপিএল এবং ডিডিএসএল এর দক্ষ ও প্রশিক্ষিত জনবলসমূহকে রাজস্ব খাতে স্থানান্তর ও বকেয়া বেতন আদায়ের লক্ষ্যে প্রকল্প পরিচালকের কার্যালয়ের সামনেও অবস্থান কর্মসূচি পালনের মাধ্যমে দাবি জানিয়েছি।
 
এনএফডিপিএল এর বৈজ্ঞানিক কর্মকর্তা পিলু মমতাজ বলেন, আমাদের কর্মবিরতি অব্যাহত থাকবে। একই সঙ্গে মঙ্গলবার (০৬ মার্চ) নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বৈজ্ঞানিক কর্মকর্তা জাবেদুল আলম খন্দকার, আশিস মজুমদারসহ ঢাকা মেডিকেল কলেজ ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তারা।
 
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এমএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।