ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

৯ হাজার লিটার জ্বালানি তেলসহ উল্টে গেলো ট্রাক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
৯ হাজার লিটার জ্বালানি তেলসহ উল্টে গেলো ট্রাক নয় হাজার লিটার জ্বালানি তেল ছিলো ট্রাকটিতে

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেলবাহী ট্রাক উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে সড়কজুড়ে জ্বালানি তেল ছড়িয়ে পড়ে।

সোমবার (০৫ মার্চ) দুপুরে ট্রাকটি উল্টে গেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। প্রায় চার ঘণ্টা পর বিকেল চারটার দিকে র‌্যাকার দিয়ে ট্রাকটি সরানো হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বাংলানিউজকে জানান, মেঘনা পেট্রোলিয়ামের ট্রাকটিতে প্রায় নয় হাজার লিটার জ্বালানি তেল ছিলো। এটি খিলক্ষেত হয়ে বিমানবন্দরের সামনে এসে বিমানবন্দর চত্বরে ইউটার্ন নিচ্ছিলো। এ সময় বাম পাশের একটি চাকা খুলে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এ ঘটনায় ট্রাকের চালক আহত হন।

পরে ট্রাকটি সরিয়ে নেওয়ার পর বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।