সোমবার (০৫ মার্চ) দুপুর ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে কয়েক শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেয়।
এসময় তারা অভিযোগ করে বলে, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য তোফাজ্জল, সাবেক সদস্য জাহাঙ্গীর আলম ও শিক্ষার্থী জাবের অত্র বিদ্যালয়ের ছাত্রীদের জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ও অশ্লীল মন্তব্য করেছেন।
নতুন বক্তারচর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বাহাজ উদ্দিন বাংলানিউজকে বলেন, যারা এ ধরনের কাজ করেছে, তাদের শাস্তি হওয়া উচিত। আমরাও শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আন্দোলনে যাব।
এ বিষয়ে কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক বাংলানিউজকে বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ লজ্জাজনক। এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
টিএ