ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

জাফর ইকবালের উপর হামলা টার্গেট অ্যাটাক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
জাফর ইকবালের উপর হামলা টার্গেট অ্যাটাক প্রস্ততি সভায় কথা বলছেন ওবায়দুল কাদের/ছবি: সুমন শেখ

ঢাকা: জাফর ইকবালের উপর হামলাকারী সাম্প্রদায়িক অপশক্তি গ্রুপের সদস্য এবং ওই হামলা টার্গেট কিলিং বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৫ মার্চ) বিকেলে নগর ভবনে ৭ মার্চের জনসভা উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।  

ডিএসসিসি মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগ (দক্ষিণ) সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ অন্য নেতাকর্মীরা।


 
বিএনপি মহাসচিবের বক্তব্যের উদ্ধৃতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির এক নেতা বলেছেন ‘জাফর ইকবালের উপর হামলা এবং হামলাকারীদের আড়াল করতে চায় সরকার। ’ ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। হামলাকারীদের স্বরূপ উন্মোচিত হয়ে গেছে। এটা সম্প্রদায়িক অপশক্তির কিলিং গ্রুপের সদস্য, এটা টার্গেট অ্যাটাক। আর এই অপশক্তিকে পৃষ্ঠপোষকতা করে বিএনপি নামে একটি দল।
 
প্রস্ততি সভায় কথা বলছেন ওবায়দুল কাদের/ছবি: সুমন শেখ‘আমরা আড়াল করছি, কি আড়াল করা হয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। সঙ্গে সঙ্গে জাফর ইকবালের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে। প্রধানমন্ত্রী নিজে খোঁজ-খবর নিচ্ছেন। প্রধানমন্ত্রী নিজে দেখতে গেছেন। বিএনপি নেতার কথা শুনে মনে হচ্ছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তাদের কথায় এটাই ইঙ্গিত করে। ’
 
বিএনপি মহাসচিবের উদ্দেশ্যে মন্ত্রী আরও বলেন, এসব না করে অপশক্তির পৃষ্ঠপোষকতা বন্ধ করুন। এসব করে ২০১৪ সালের নির্বাচনে যে ভুল করেছেন সেই ভুলের মাশুল এখনো গুনতে হচ্ছে। কাজেই অপশক্তির মদদ যদি অব্যাহত রাখেন তাহলে আগামী নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে সমুচিত জবাবে দেবে।
 
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।