সোমবার (০৫ মার্চ) দুপুরে ইউনিয়নের চরজুবিলী গ্রামের জালাল মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
মৃত কচি একই এলাকার জালাল আহমেদের ছেলে এবং অসুস্থ জাবেদ মৃত হাবিব উল্যার ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে জালাল মিয়ার বাড়িতে নতুন সেপটিক ট্যাংকের ভেতরে ঢুকে সেন্টারিংয়ের মালপত্র খুলছিলেন কচি ও জাবেদ নামে দুই শ্রমিক। এসময় তারা ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। টের পেয়ে বাড়ির লোকজন তাদের টাংকের ভেতর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক কচিকে মৃত ঘোষণা করেন।
সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আবদুর রহিম বাংলানিউজকে জানান, গুরুতর অসুস্থ অবস্থায় জাবেদকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এসআই