ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আসিয়ান সংলাপে অংশীদার হতে রাষ্ট্রপতির আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
আসিয়ান সংলাপে অংশীদার হতে রাষ্ট্রপতির আহ্বান

ঢাকা: দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংযোগ বাড়াতে আসিয়ান সংলাপে অংশীদার হতে চায় বাংলাদেশ।

এজন্য ভিয়েতনামের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বাংলাদেশ সফররত ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং সোমবার (০৫ মার্চ) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির আমন্ত্রণে ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং রোববার (০৪ মার্চ) তিনদিনের সফরে বাংলাদেশে এসেছেন।

সাক্ষাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ রোহিঙ্গাদের সসম্মানে, নিরাপদে নিজ দেশে প্রত্যাবাসনে ভিয়েতনামের প্রেসিডেন্টের সহযোগিতা কামনা করেন।

ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং রাষ্ট্রপতি হামিদের আহ্বানে সাড়া দিয়ে বলেন, আসিয়ান সংলাপে বাংলাদেশের অংশীদার হতে এবং রোহিঙ্গা সংকট সমাধানে সর্বাত্মক সহযোগিতা করবেন।

পরে দুই রাষ্ট্রপতি নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
কেজেড/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।