ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কমলগঞ্জে মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
কমলগঞ্জে মাদক বিক্রেতা আটক

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা থেকে ইয়াবা নগদ অর্থসহ সুমন্ত দাস (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রহিমপুর ইউনিয়নের শ্রীণাথপুর গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সুমন্ত দাস কমলগঞ্জ উপজেলার রহিমপুর শ্রীনাথপুর গ্রামের সপ্তক কান্তি দাসে ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্যালয়ের সহকারী পরিচালক সুবোধ কুমার বিশ্বাস বাংলানিউজকে জানান, গ্রেফতার এড়াতে সুমন্ত তার বাড়িতে ওয়েব ক্যামেরা বসিয়ে আশপাশ পর্যবেক্ষণ করতেন। এভাবে তিনি সতর্কতার সঙ্গে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। বিকেলে তার বাড়িতে অভিযান চালিয়ে ৩৬০ পিস ইয়াবা, নগদ ২ লাখ ২৪ হাজার ২০০ টাকা, একটি মোবাইল সেট, একটি ওয়েব ক্যামেরাসহ সুমন্তকে আটক করা হয়।

তার বিরুদ্ধে মৌলভীবাজারের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।