সোমবার (৫ মার্চ) বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মহাদেবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল হাসান।
আনোয়ারুল উপজেলার কুন্দনা গ্রামের কাজেম উদ্দিনের ছেলে।
মহাদেবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল হাসান বাংলানিউজকে জানান, বিকেলে আনোয়ারুলের বাড়ির পাশে পপি ক্ষেতের সন্ধান পায় প্রশাসন। পরে মহাদেবপুর উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে সেখানে অভিযান চালিয়ে পপি ক্ষেতটি ধ্বংস করে। এসময় আটক করা হয় বাগানের মালিক আনোয়ারুলকে আটক করে।
তিনি আরও বলেন, পপি ফল থেকে নিষিদ্ধ মাদক হেরোইন তৈরি হয়। এজন্য আমাদের দেশে পপি চাষ নিষিদ্ধ। বিষয়টি উপেক্ষা করে পপি চাষ করায় আটক আনোয়ারুলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এসআই