সোমবার (৫ মার্চ) রাত পৌনে ১২টায় উপজেলার হোয়ানক ইউনিয়নের রাজিয়ার ঘোনা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই কিশোরীকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
মহেশখালী থানা সূত্র জানায়, গত বছর ওই কিশোরীর মা মারা যাওয়ার পর থেকে বিকৃত মস্তিষ্কের শামসুল তার মেয়েকে ভয়-ভীতি দেখিয়ে নিয়মিত ধর্ষণ করতে থাকে। বিষয়টি সোমবার রাতে কিশোরীটি গ্রামবাসীকে জানায়। পরে গ্রামবাসী তাকে পুলিশের কাছে নিয়ে আসে। এরপর পুলিশ শামসুল আলমকে আটক করে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বাংলানিউজকে বলেন, ভিকটিম পুলিশের জিম্মায় রয়েছে। ধর্ষণে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
টিটি/এইচএ/