রোববার (১১ মার্চ) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইন-শৃঙ্খলা সভায় বিষয়টি জানিয়ে সবাইকে সতর্ক থাকতে প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে।
জানতে চাইলে মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়া আফরোজ বাংলানিউজকে জানান, শনিবার (১০ মার্চ) দুপুরে ডিসি স্যারের নম্বর থেকে ফোন আসে।
ডিসি রাশেদুল ইসলাম জানান, ‘আমার সরকারি নম্বর থেকে বেশ কয়েকজন ইউএনওকে ফোন দেওয়া হয়েছে। এছাড়া এক ইউএনও’র নম্বর থেকে যুবলীগ নেতাকে ফোন দিয়ে টাকা চাওয়া হয়েছে। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক সবাইকে সতর্ক থাকতে বলেছি।
এদিকে আইন-শৃঙ্খলা সভায় বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে মোবাইল নম্বর ক্লোন হলে করণীয় নির্ধারণ করতে অপারেটর কোম্পানিদের সঙ্গে বসার সিদ্ধান্ত গৃহিত হয়।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
ওএইচ/