রোববার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে গাংনীর হাটবোয়ালিয়া রোডের গোপালনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাঁধন ওই উপজেলার কল্যাণপুর গ্রামের কারউল ইসলামের ছেলে।
গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেন বাংলানিউজকে জানান, বাঁধন মোটরসাইকেলে গোপালনগর এলাকায় যাওয়ার সময় একটি ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে বাঁধন গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া নেওয়ার পথে বেলা ১২টার দিকে সে মারা যায়।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
এনটি