রোববার (১১ মার্চ) সকালে স্থানীয় নজরুল পাবলিক লাইব্রেরিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গোপালগঞ্জ সোশাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।
সদর উপজেলার আটটি স্কুলের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এতে মডারেটর ছিলেন কাজী হারুন-অর-রশিদ মিরন। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- সরকারি বঙ্গবন্ধু কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহ আলম, হাজি লাল মিয়া সিটি কলেজের কৃষি শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রনয় বালা, একই কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. ওসমান আলী ফকির।
এ প্রতিযোগিতার বাছাই পর্ব চলছে। ১২ মার্চ সেমিফাইনাল ও ১৪ মার্চ ফাইনাল অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
এনটি