আতশবাজি বিস্ফোরণে দগ্ধদের দুইজন/ছবি: বাংলানিউজ
ঢাকা: রাজধানীর পল্টনে আতশবাজি বিস্ফোরণে শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- ঝুমা (১৮), বিপ্লব (১০), ও নূর-আলম (১৮)।
রোববার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে পল্টন দৈনিকবাংলা বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৪ নম্বর গেট সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
দগ্ধ বিপ্লব বাংলানিউজকে জানান, তারা দৈনিকবাংলা ভ্যান স্ট্যান্ডে ভাসমান অবস্থায় থাকেন।
সকালে স্টেডিয়ামের চার নম্বর গেটের সামনে ময়লা কুড়াচ্ছিলেন তারা। এ সময় নুর-আলম বল আকৃতির একটি বস্তু কুড়িয়ে পায়। পরে সেটাতে আগুন ধরিয়ে দিলে বিস্ফোরিত হয়ে তারা দগ্ধ হন। এদের মধ্যে নূর-আলমের হাতের আঙ্গুল ঝলসে গেছে। ঝুমা ও বিপ্লবের মুখ ঝলসে গেছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হক জানান, আতশবাজির বিস্ফোরণে শিশুসহ তিনজন দগ্ধ হওয়ার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া দগ্ধদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
এজেডএস/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।