রোববার (১১ মার্চ) বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মহাবুল ইসলাম গাংনী উপজেলার রামদেবপুর গ্রামের হুরমত আলীর ছেলে।
তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, বেলা আড়াইটার দিকে রামদেবপুর মাঠে মহাবুল নিজের জমিতে কাজ শেষে রবজেল আলীর মর্টার থেকে পানি খেতে যান। এসময় ওই মর্টারের পাশে পড়ে থাকা বিদ্যুতের ছেড়া তারে পা লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
এনটি