ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

জুলাইয়ের মধ্যেই ফেনী হবে ভিক্ষুকমুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
জুলাইয়ের মধ্যেই ফেনী হবে ভিক্ষুকমুক্ত নিজাম উদ্দিন হাজারী ভ্যানগাড়ি তুলে দিচ্ছেন একজন ভিক্ষুককে। ছবি: বাংলানিউজ

ফেনী: ক্ষুধা ও দরিদ্রমুক্ত সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে চলতি বছরের জুলাই মাসের মধ্যেই ভিক্ষুকমুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছেন ফেনীর জেলা প্রশাসক মনোজ কুমার রায়।

রোববার (১১ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ে ‘ভিক্ষুকমুক্ত কর্মসূচির আওতায় ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নের একশ’ ৩২ জন ভিক্ষুকের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণের আগে এক আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।

সভায় জেলা প্রশাসক মনোজ কুমার বলেন, ইউনিয়ন পরিষদের (ইউপি) নিজস্ব তহবিল থেকে এ উপকরণ বিতরণ করেছে।

প্রাথমিক অবস্থায় ফেনী সদর উপজেলায় এ কার্যক্রম হলেও পরবর্তীতে জেলার সবগুলো উপজেলাতেই করা হবে।

আশাবাদ ব্যক্ত জেলা প্রশাসক বলেন, সবার সহযোগিতা থাকলে কাড়িখত সময়ের মধ্যেই ফেনী ভিক্ষুকমুক্ত হবে।  

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহবুবুল আলম মজুমদারে সঞ্চালনায় জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবীর, দাগনভূঞাঁ উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ছাগলনাইয়া পৌরসভার মেয়র মো. মোস্তফা, দাগনভূঞাঁ পৌরসভার মেয়র ওমর ফারুক খান, সোনাগাজী পৌরসভার মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

সভা শেষে প্রত্যেক ভিক্ষুক পরিবারকে একটি করে রিকশা ও ভ্যানগাড়ির পাশাপাশি ১০টি করে ডিমপাড়া হাঁস দেওয়া হয়। নিজাম উদ্দিন হাজারী এসব উপকরণ ভিক্ষুকদের হাতে তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।