ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ভালো কাজ করলে কেউ বাধা দেবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
ভালো কাজ করলে কেউ বাধা দেবে না সেমিনারে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি/ ছবি: বাংলানিউজ

বরিশাল: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ভালো কাজ করলে কেউ বাধা দেবে না, সমাজের সমস্যা সমাধান করতে সবাই হাতে-হাত মিলিয়ে কাজ করবো, দেশটাকে এগিয়ে নিয়ে যাবো এমন মনোভাব থাকতে হবে। যেখানে জনগণের জন্য কাজ হচ্ছে, সেখানেই উপস্থিত হবেন নারীরা। 

রোববার (১১ মার্চ) দুপুরে বরিশাল নগরের সার্কিট হাউস সভাকক্ষে নারী বিষয়ক সংস্থার আয়োজনে ‘তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)’ নিয়ে অবহিতকরণ সেমিনারে এসব কথা বলেন তিনি।

মেহের আফরোজ চুমকি বলেন, দেশ যে এগিয়ে যাচ্ছে তাতে নারীর অবদান রয়েছে।

যা অস্বীকার করার সুযোগ নেই। অফিস-আদালত, শিল্প-কলকারখানা সব জায়গাতে নারীর উপস্থিতি বাড়ছে। আগের থেকে প্রাথমিকে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেড়েছে।  

তিনি বলেন, নারীরা পুরুষের জায়গা দখল করছে না, দীর্ঘদিন ধরে দখলে থাকা জায়গায় নারীরা নিজেদের অবস্থান করে নিচ্ছেন। আর এই নারীরাই কোনো পুরুষের কন্যা, বউ কিংবা পরিবারের সদস্য। কোনো পুরুষের এ নিয়ে যেনো ভুল চিন্তা না থাকে।

তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়নে তথ্য-প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গ্রামের অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত নারীর তথ্যে প্রবেশাধিকার এবং তাদের তথ্য-প্রযুক্তির সেবা দেওয়া নিঃসন্দেহে নারীর ক্ষমতায়নকে ত্বরান্বিত করবে। এ লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ‘তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন’ শীর্ষক প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের মহিলা সংস্থা কর্তৃক এ প্রকল্পের প্রথম পর্যায়ে ১৩টি উপজেলায় সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। ধারাবাহিকতা বজায় রেখে এখন তথ্য-প্রযুক্তির সহজলভ্যতা ৪৯০টি উপজেলায় তৃণমূল নারীদের নিকট পৌঁছে দেয়ার লক্ষ্যে ৫ বছর মেয়াদী দ্বিতীয় পর্যায়ে প্রকল্প গৃহীত হয়েছে। যেখানে প্রতিটি উপজেলায় একটি করে তথ্যকেন্দ্র ও তথ্য আপারা থাকবেন।

তিনি বলেন, তথ্য আপা নারীদের বাড়িতে-বাড়িতে গিয়ে ল্যাপটপ ব্যবহার করে শিক্ষা, স্বাস্থ্য, আইন ব্যবসা, জেন্ডার এবং কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যার সামধান করবেন।  

বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার গোলাম মোস্তফার সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহামুদা শারমিন বেনু, মীনা পারভিন, আনোয়ারা বেগম, মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম, বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।