রোববার (১১ মার্চ) দুপুরের দিকে শিবগঞ্জ থানা এলাকায় অবস্থিত পোস্ট অফিসে এ ঘটনা ঘটে।
আটককৃত ডাকাত সদস্যরা হলেন- ঢাকার ওয়ারীর ফয়সাল আলীর ছেলে হান্নান (৪৬) ও ঢাকার সূত্রাপুর থানার কলতাবাজার এলাকার মৃত সাহাবুদ্দিনের ছেলে সাব্বির (২৭)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় অন্য কে বা কারা জড়িত তা জানার চেষ্টা চলছে।
পোস্ট মাস্টার জাহানুর ইসলাম জানান, তখন দুপুর সোয়া ১টার মতো হবে। দু’জন লোক থানা পুলিশ পরিচয় দিয়ে অফিসে আসেন। একটা অ্যাকাউন্ট খোলার কথা বলেন। আমাকে থানার ওসির কাছে যেতে বলেন। তাদের কথায় সায় দিয়ে আমি থানার দিকে রওনা হন।
এ সময় ওই দুই ব্যক্তি পেকার বাদল চন্দ্র রাজভরকে বেঁধে পোস্ট অফিসের লকার ভাঙেন। পেকার বাদলের চিৎকারে পাশে থাকা লোকজন ছুটে এলে পুলিশের পরিচয় দেওয়া দুই ডাকাত সদস্যকে আটক করা হয়। পাশাপাশি পোস্ট অফিসের লকার থেকে হাতিয়ে নেওয়া ৪ লাখ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
এমবিএইচ/জেডএস