রোববার (১১ মার্চ) দুপুরে উপজেলার উত্তর নলতা গ্রামে এ ঘটনা ঘটে। বাহারুল ইসলাম ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং শিশুটির বাবার চাচাতো ভাই।
ওই শিশুর বাবা জানান, দুপুরে তার মেয়েকে ফুসলিয়ে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে বাহারুল। এ সময় তার চিৎকারে প্রথমে শিশুটির মা ঘটনাস্থলে গেলে ধর্ষক তাকে ফেলে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার সাইফুল্লাহ আল কাফি বাংলানিউজকে জানান, অপারেশনের জন্য শিশুটিকে ওটিতে নেওয়া হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, ধর্ষণের ঘটনা জানার পর ধর্ষকের বাড়িতে পুলিশ কয়েক দফা অভিযান চালিয়েছে। ধর্ষক সপরিবারে বাড়ি ছেড়ে পালিয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে, খবর পেয়ে সন্ধ্যায় শিশুটিকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে যান পুলিশ সুপার সাজ্জাদুর রহমান।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
আরএ