রোববার (১১ মার্চ) সন্ধ্যার দিকে মহেশখালী পৌরসভার ঠাকুরতলার আবাসিক হোটেল গ্রীণ প্যালেস থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেন মহেশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বীপক বিশ্বাস।
তিনি জানান, হোটেলের গ্রিন প্যালেসের একটি কক্ষে ইয়াবা সেবনকালে পাঁচজনকে আটক করা হয়।
আটক বাকি চারজন হলেন- পৌরসভা এলাকার কালামিয়ার ছেলে ছাবের (৪২), সিকদার পাড়ার মাওলানা মোস্তাফিজুর রহমানের ছেলে মাহবুব আলম (২৪), রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার বাসিন্দা ইউনুস খানের ছেলে সিরাজুল ইসলাম (৪০) ও চট্টগ্রামের আনোয়ারার রায়পুর পশ্চিম মোহছেন আওলিয়া এলাকার ইব্রাহিমের ছেলে শফিউল আজম (২৮)।
বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
টিটি/বিএসকে/এনএইচটি