ঢাকা, শনিবার, ২ ফাল্গুন ১৪৩১, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ শাবান ১৪৪৬

জাতীয়

মেরামতের জন্য সিলেটে বিটিভির সম্প্রচার বন্ধ

সিলেট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১১

সিলেট: যান্ত্রিক ত্রুটির কারণে মেরামত কাজের জন্য সিলেটে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সম্প্রচার বন্ধ রয়েছে। বিকল্প ব্যবস্থা না রেখে আস্মিকভঅবে এর সম্প্রচার বন্ধ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সিলেটের বিটিভির দর্শকরা।



আগামী বুধ-বৃহস্পতিবার পর্যন্ত সিলেটবাসী বিটিভি দেখতে পারবে না-এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ টেলিভিশনের সিলেটের কাজীটুলাস্থ প্রেরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ।

তিনি জানান, বজ্রপাতে সম্প্রচার কেন্দ্রের এন্টিনার ফিডার ক্যাবল নষ্ট হয়ে যায়। এজন্য প্রায়ই সম্প্রচারে বিঘœ সৃষ্টি হচ্ছিল। সম্প্রতি বিটিভি কর্তপক্ষ এটি মেরামতের উদ্যোগ নিয়েছে।

২০ অক্টোবর থেকে ফ্রান্সের প্রকৌশলী মিস্টার লেমনসহ ১৫কর্মী এন্টিনার নষ্ট ফিডার ক্যাবল পরিবর্তন করে নতুন ফিডার ক্যাবল স্থাপনের কাজ শুরু করেছেন। ভারী এসব যন্ত্রপাতি প্রতিস্থাপন ও উঠাতে অনেক সময় ব্যয় হচ্ছে। এজন্য প্রায় এক সপ্তাহ বিটিভি সিলেট সম্প্রচার সম্ভব হবে না।

এদিকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের টেস্টম্যাচ শুধুমাত্র বিটিভিতে সম্প্রচারের কারণে বিপাকে পড়েছেন সিলেটের ক্রীড়ামোদী দর্শকরা।

এছাড়াও প্রত্যন্ত অঞ্চলে বিনোদন ও তথ্যের জন্য যারা বিটিভি’র উপর নির্ভর করেন সেসব দর্শকরা বিটিভি দেখেতে না পেয়ে দুর্ভোগে পড়েছেন। ফোনে বাংলানিউজের কাছে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৩ঘণ্টা, অক্টোবর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।