ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
পঞ্চগড়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে পড়ে গিয়ে ডুবে শান্ত নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার খোলাপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শান্ত ওই এলাকার তমাল হোসেনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, খেলতে গিয়ে শিশুটি পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকরাম হোসেন শান্তকে মৃত বলে ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।