স্বাধীনতা জাদুঘর পরিদর্শন করছেন সুরেশ প্রভু। সঙ্গে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ
ঢাকা: ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী সুরেশ প্রভু ভোলায় স্বাধীনতা জাদুঘর পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) ভোলায় জাদুঘরে রক্ষিত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিভিন্ন দলিল ও নথি দেখেছেন তিনি। ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, ভারতের বাণিজ্যমন্ত্রী মঙ্গলবার ঢাকা থেকে হেলিকপ্টারে ভোলায় যান। সেখানে স্বাধীনতা জাদুঘর পরিদর্শন করেন তিনি।
বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ ভারতের বাণিজ্যমন্ত্রীকে জাদুঘরে রাখা বিভিন্ন নথি, দলিল ও ছবি দেখান। এ সময় ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাও উপস্থিত ছিলেন।
ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী সোমবার (২৪ সেপ্টেম্বর) পাঁচ দিনের সফরে ঢাকায় এসেছেন। মঙ্গলবার সকালে ভোলায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের এলাকায় যান তিনি। ভোলায় বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন ভারতের বাণিজ্যমন্ত্রী। একই দিন সন্ধ্যায় ঢাকায় ফিরবেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
টিআর/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।