ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বজ্রপাত রোধে নালিতাবাড়ীতে তালগাছ রোপণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
বজ্রপাত রোধে নালিতাবাড়ীতে তালগাছ রোপণ বজ্রপাত রোধে তালগাছ রোপণ করা হচ্ছে

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বজ্রপাত ও সড়কের ভাঙন রোধে ১৫০০ তাল ও ৭০০ শিমুল গাছ রোপণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর ও উপজেলা প্রশাসনের আয়োজনে নালিতাবাড়ী-নকলা-নাকুগাওঁ সড়কে এ  বৃক্ষরোপণ করা হয়।

উপজেরা কৃষি সম্প্রসারণ অধিফতর সূত্রে জানা গেছে, বজ্রপাত ও সড়কের ভাঙন রোধে ১৫০০ তাল ও ৭০০ শিমুল গাছ রোপণে উপজেলার চারটি বিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেয়।

এ সময় উপজেলার নালিতাবাড়ী-নকলা-নাকুগাওঁ সড়কের দুই লেনে প্রায় ছয় কিলোমিটার এ বৃক্ষরোপণ করা হয়।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- হর্টি কালচার উইংয়ের পরিচালক মিজানুর রহমান, প্রকল্প পরিচালক ড. মেহেদি হাসান, জেলা খামারবাড়ির উপ-পরিচালক আশরাফ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আরিফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফ ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, দফতর সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।