ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ১৪০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
নারায়ণগঞ্জে ১৪০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ১৪০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ১৪০ জন মুক্তিযোদ্ধাকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত তাদের হাতে চেক তুলে দেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীম লীগের সভাপতি আনোয়ার হোসেন।

নারায়ণগঞ্জ জেলা পরিষদের নবাগত প্রধান নির্বাহী কর্মকর্তা সুব্রত পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার ও এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মখলেছুর রহমান।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা পরিষদের সদস্য মজিবুর রহমান, মাহমুদা মালা, মাহবুবুর রহমান রোমান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শাহজাহান ভূঁইয়া জুলহাস।

এ সময় আরো উপস্থিত ছিলেন- জেলা পরিষদের সদস্য আলাউদ্দিন, মোস্তফা হোসেন চৌধুরী, অ্যাডভোকেট নূর জাহান, অ্যাডভোকেট পারভীন আক্তার কবিতা প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মডেলে পরিণত হয়েছে। সারা বিশ্ব আজকে বাংলাদেশকে অনুকরণ করছে। ষড়যন্ত্রকারীদের আনাগোনা বেড়ে গেছে। এজন্য আমাদের চোখ-কান খোলা রাখতে হবে। পাড়া-মহল্লায় সরকারের উন্নয়ন প্রচারণার মাধ্যমে সরকারের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় বসাতে হবে।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারা দেশ রক্ষায় ঝাপিয়ে পড়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকতেন, তাহলে আজকে মুক্তিযোদ্ধারা সুযোগ-সুবিধা পেতেন না। তাই আগামীদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় বসাতে হবে।

নারায়ণগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মখলেছুর রহমান বলেন, মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দিতে হবে। আমাদের অনেকেই হয়তো এসপি, ডিসি, সচিব হতে পারবেন, কিন্তু মুক্তিযোদ্ধা কেউ হতে পারবেন না। তবে আমরা যারা সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছি, তারা যদি অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করে যেতে পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের স্মরণ করবে।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।