বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মিঠামইন উপজেলা সদরে মুক্তিযোদ্ধা আ. হক সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, আমার আত্মীয়-স্বজনরা এখনও অনেক গরিব রয়েছে।
উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, সেই ১৯৭০ সাল থেকে বারবার আপনারা আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। এমনিভাবে বিরোধীদলের উপ-নেতা হয়েছি, ডেপুটি স্পিকার, স্পিকার হয়েছি। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং পরে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছি। মন-মানসিকতার দিক থেকে আমার মধ্যে কোনো পরিবর্তন নেই।
মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সহিদ ভূঁইয়ার সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, জেলা পরিষদের সদস্য সমীর কুমার বৈষ্ণব, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল প্রমুখ।
সন্ধ্যায় ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে’ এক মতবিনিময় সভায় যোগ দেন রাষ্ট্রপতি।
পাঁচদিনের সফরে সোমবার (২৪ সেপ্টেম্বর) নিজ জেলা কিশোরগঞ্জে আসেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি হাওর উপজেলা অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনে সংবর্ধনা ও সুধী সমাবেশে যোগদান, বিভিন্ন উন্নয়নমূলক কাজ উদ্বোধন ও পরিদর্শন করবেন।
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
জিপি