ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে মহাত্মা গান্ধীর সার্ধশত জয়ন্তী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
যশোরে মহাত্মা গান্ধীর সার্ধশত জয়ন্তী উদযাপন

যশোর: অবিভক্ত ভারতবর্ষের স্বাধীনতার নায়ক মহাত্মা গান্ধীর (মোহনচাঁদ করমচাঁদ গান্ধী) সার্ধশত জন্মজয়ন্তী আন্তর্জাতিক উৎসব যশোরে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গান্ধী আশ্রম ট্রাস্ট ও গান্ধীজীর সার্ধশত জন্মজয়ন্তী উৎসব উদযাপন পর্ষদ যশোরের উদ্যোগে জিলা স্কুল অডিটোরিয়ামে এ উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবের শুরুতে সৌহার্দ্য-শান্তি-সম্প্রীতিচেতনায় পদযাত্রার আয়োজন করা হয়।

পদযাত্রাটি শহরের সড়ক প্রদক্ষিণ করে। এতে যশোরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের বিশিষ্টজনদের সঙ্গে ভারত থেকে আসার একটি প্রতিনিধি দল অংশ নেয়।

উৎসবের আলোচনা পর্বে সভাপতিত্ব করেন গান্ধীজীর সার্ধশত জন্মজয়ন্তী উৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক দিপংকর দাস রতন এবং স্বাগত বক্তব্য রখেন পর্ষদের সদস্য সচিব ফারাজী আহমেদ সাঈদ বুলবুল।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নবকুমার, ভারতীয় প্রতিনিধি দলের পক্ষে চন্দন পাল ও ভারতীয় সর্বসেবা সংঘের মহাদেব বিদ্রোহী। আলোচনা পর্ব সঞ্চালনা করেন ডিএম শাহীদুজ্জামান।

আলোচনা শেষে অতিথিবৃন্দ গত শনিবার অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেন। বিজয়ীরা হলেন ‘ক’ গ্রুপে সেঁজুতি দাস প্রথম, দ্বিতীয় জাহিদ রহমান ও তৃতীয় রামিসা তানহা ঐশ্বর্য। ‘খ’ গ্রুপে কারিমা মেহরাব প্রথম, দ্বিতীয় আনিসা আমির ও তৃতীয় নাহিয়ান নাহিদ। ‘গ’ গ্রুপে পূজা সরকার প্রথম, দ্বিতীয় তাসমিহা আহদেম মোহনা তৃতীয় রামিসা তানহা ঐশী কর।

এছাড়াও জ্ঞান-জিজ্ঞাসা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। উৎসবের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
ইউজি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।