বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খলিসাকুন্ডি থেকে তাকে উদ্ধার করা হয়।
অপহৃত বন্যা ওই এলাকার ছবির আলীর মেয়ে।
দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, বুধবার সকাল ৯টার দিকে কাউকে কিছু না বলে বাড়ির পাশ থেকে প্রতিবেশীর মেয়ে বন্যাকে নিয়ে কুষ্টিয়ায় রুনার বাসায় রাখেন বেদানা। এদিকে, অনেক খুঁজেও শিশুটিকে না পেয়ে দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন স্বজনরা। পরে বিকেলে রুনা শিশুটিকে ফিরিয়ে দিতে এলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে বেদানা খাতুনকেও আটক করা হয়। তাদের দু’জনকেই জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
এসআই