বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে বেটার বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত ‘এসডিজি বাস্তবায়নে তরুণদের ভূমিকা শীর্ষক’ এক অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ে রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সাঈদ মোহাম্মদ আলী মেহেরী, অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার পেইনি মরটোন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিবিএফ চেয়ারম্যান মাসুদ এ খান প্রমুখ।
রেডি টুডে’র (এফএম ৮৯.৬) সাংবাদিক আবিদ আজম এ পুরস্কার পেয়েছেন ‘ব্রডকাস্ট জার্নালিস্ট’ হিসেবে। এছাড়া তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) ক্ষেত্রে অবদান রাখায় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রিন্ট মিডিয়ায় দ্য ডেইলি স্টারের এলিটা করিম, সঙ্গীতে কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনাল, সংবাদ উপস্থাপক শামীম খান শামা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান রুকমীলা জামানসহ মোট এগারো জন।
পুরস্কারপ্রাপ্তরা তাদের প্রতিক্রিয়ায় গণমানুষের কল্যাণে নিজেদের নিবেদন করে সবসময় দেশ গঠনে স্ব স্ব জায়গা থেকে ভূমিকা পালনেরও প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ০৫২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এইচএ/